ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় নঈম উদ্দিন
স্বাধীনতার বীজ রোপিত হয় ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা ঘোষণার মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়। তাই ৬ দফা সামগ্রিক অর্থেই বাঙালি জাতির মুক্তি সনদ।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে নঈম উদ্দিন চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন, অর্থনৈতিক বৈষম্য ও জাতিগত নিপীড়ন বাঙালিকে যখন রক্তশূন্য করছিলো তখন বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন পাকিস্তান নামক অবাস্তব ও শোষণমূলক রাষ্ট্র কাঠামোয় বাঙালি শৃঙ্খলিত। এই শৃঙ্খল মুক্তির জন্যই তিনি ৬ দফা উপস্থাপন করেছিলেন।

মুখ্য আলোচকের ভাষণে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী বলেন, স্বাধীন বাংলাদেশে শোষিতের স্বরাজ প্রতিষ্ঠায় অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে। রূপকল্প ২০২১ ও ৪১ বাস্তবায়নের মাধ্যমেই এই লড়াইয়ের সফল পরিসমাপ্তি ঘটবে।

বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  মাহবুবুল হক মিয়া বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি ফুরিয়ে গেছে। বার বার ভুল থেকে যিনি শিক্ষা গ্রহণ করেন না তিনি রাজনীতির জন্য অযোগ্য।

সভাপতির ভাষণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উপদেষ্টামন্ডলীর সদস্য নগর আওয়ামীলীগ নেতা শেখ মাহমুদ ইসহাক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে। দেশ আজ ধাপে ধাপে সামনের দিকে এগুচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধামুক্ত করার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ৬দফা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক জামালখান ওয়ার্ড কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, সংস্কৃতি কর্মী দিলীপ সেন গুপ্ত।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিকর্মী  শিল্পী কাজল দত্ত, অচিন্ত্য কুমার দাশ, বাসু নাহা, সমীর দাশ, সাজু দাশ, দেবু বড়ুয়া, শ্রাবণী দে, বিশ্বজিৎ দাশ, আবুল কাশেম, নওশা মিয়া, সেলিম উদ্দিন, আরিফ মাইনুদ্দিন প্রমুখ।

শেয়ার করুন