দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্রাজুয়েটস্ এর যাত্রা শুরু

মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্রাজুয়েটস্ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

আজ রোববার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে আল আযহার বিশ্ববিদ্যালয়ের ১০৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্রাজুয়েটস্ এর বাংলাদেশ শাখার যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আযহার গ্রাজুয়েটস্ এর সাধারণ সম্পাদক সাউদার্ন ইউনিভার্সিটি র ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান সৈয়দ মো. জালাল উদ্দীন। এতে সুফীজমের উপর বক্তব্য রাখেন পিএইচপি গ্রুপ চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেছারিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দীন আল আযহারী, মোহাদ্দেস কামাল উদ্দিন আযহারী, সৈয়দ মাসুম কামাল আযহারী, মাওলানা সাইফুদ্দিন খালেদ আল আযহারী, মো. হোসাইন আল আযহারী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস প্রমুখ।

লিখিত বক্তব্য বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও মিশনের আল আযহার বিশ্ববিদ্যালয় তারও আগে প্রতিষ্ঠিত হয়েছিল। অক্সফোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল ১০৯৬ খ্রিস্টাব্দে। কিন্তু আল আযহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ৯৭০ খ্রিস্টাবে। বর্তমানে ১০৮২ বছরের পুরোনো এ বিদ্যাপীঠের অধিনে মিশরসহ সারাবিশ্বে ৫০টির অধিক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ১৩০-১৪০ দেশের ছাত্ররা পড়ালেখা করছে। বর্তমানে দুই মিলিয়ন ছাত্র আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রাথমিক পর্যায়ে আল আযহারে দ্বীনি বিষয়ে পাঠদান করা হলেও বর্তমানে ইসলামীক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয় রয়েছে এ বিদ্যাপীঠে। বর্তমানে ইসলামী শিক্ষার পাশাপাশি সাইন্স, ফিজিক্স, ক্যামিস্ট্রি, বায়োলজি, ইকোনমিকস, বিজনেস স্টাডিজ, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক সাবজেক্টগুলোও পাঠদানে অন্তর্ভূক্ত করা হয়েছে আল আযহারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্রাজুয়েটস্ বাংলাদেশ সংগঠনটি মিশর ও বাংলাদেশ উভয় দেশের অনুমোদিত সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী আযহারী গ্রাজুয়েটসদের সাথে মেলবন্ধন রচনা, বিভিন্ন ধর্মীয় একাডেমিক কনফারেন্স, সভা, সেমিনারের আয়োজন, আন্তর্জাতিক ইমাম প্রশিক্ষণের আয়োজন, পরিচালনা ও সনদ প্রদান, স্কলারশিপ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, দাওয়াহ ও ফতোয়া প্রদান সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজনের পদক্ষেপ নেওয়া হবে জানানাে হয়।

শেয়ার করুন