সীতাকুণ্ডে রাজমিস্ত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মহসিন (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালংকা এলাকায় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন ওই এলাকার আবুল হাশেমের ছেলে।

নিহত মহসিনের সহকর্মী মিজান জানান, নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করতেন মহসিন। দুপুরে কাজ করার সময় পা ফসকে একতলার ছাদ থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। এ সময় আমরা তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি সাদেকুর রহমান সিভয়েসকে বলেন,‘দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার মহালংকার জিয়াবুলের নির্মাণাধীন এক তলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় একজন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ডাক্তার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন