বৈশ্বিক মহামারি করোনায় ২৫ ক্ষতিগ্রস্থ পরিবার পেল ইপসার সেলাই মেশিন

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে” চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পে”র আওতায় কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের আয় বর্ধন মুলক কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে- পরিচালিত কম্পিউটার, সেলাই বিষয়ে মোট ২৫ জন নারী-পুরুষ দীর্ঘ মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সফল ভাবে সম্পন্ন করেছেন।

উক্ত দীর্ঘ মেয়াদী “সেলাই প্রশিক্ষণ কোর্স ” সফল ভাবে সম্পন্ন করা ১৮জন নারীদের প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ করা হয়।

২০ এপ্রিল ২০২২ বাস্তবায়নকারী সংস্থা ইপসা’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা একে এম মফিজুর রহমান মিলনায়তন ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ চৌধুরী, পরিচালক অর্থ বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্যামশ্রী ভট্টাচার্য সেক্রেটারীয়েট প্রধান নির্বাহী ইপসা।

ইপসা সীতাকুণ্ড উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীমের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন ইপসা-সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, প্রোগ্রাম অফিসার মোঃ আনিছুল  হক, মিস দেওয়ান, প্রজেক্ট ম্যানাজার জিভিবি প্রকল্প, দিদারুল ইসলাম এরিয়া ম্যানেজার মীরসরাই সহ সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থার প্রতিনিধি ও সেলাই মেশিন গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইপসা সিভিক প্রকল্পের সীতাকুণ্ড টিম।

শেয়ার করুন