
হাকিম মোল্লা : “সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং পুষ্টি বিষয়ক সেমিনার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা .মো. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি জনাব সৌমিত্র চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাজমেরী খাতুন মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টার, সাংবাদিক সঞ্জয় চৌধুরী। আরো উপস্থিত ছিলেন অত্র হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেনসহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রতিনিধি বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ।