ঈদগাঁওতে প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচের কমিটি বিলুপ্ত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচের নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে এসব আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল প্রবাসী মরহুম সদস্য এহছানুল হক মিয়াজী, জমির হোছাইন, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সদস্যদের মরহুম পিতা- মাতার মাগফিরাতের উদ্দেশ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল। ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে পরিষদের সভাপতি মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্বে ও সহ-সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় রমজানের দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাফর আলম ও মোঃ আবু তাহের। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সদস্য নুরুল আজিম। রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা উপস্থাপন করেন খোদাই বাড়ি এ, জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাগিরপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালি। এর আগে বায়তুশ শরফ হেফজখানায় মরহুম জমির হোছাইন ও এহসছানুল হক মিয়াজীর মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। আলোচনা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসির পারভেজ চৌধুরী, জাহেদুল হক ফরাজী, ছুরুত আলম, হুমায়ুন কবীর ব্যাংকার, আব্দুল মোনাফ সওদাগর, মহি উদ্দিন, নুরর রহিম সওদাগর, আজিজুর রহমান, মমতাজুল হক, মাস্টার আমান উল্লাহ, আতিকুর রশিদ (তারেক), ইকবাল হোসাইন, জসীম উদ্দীন, রশিদুল আলম, মনজুর আলম সওদাগর, চন্দন পাল বাবু, আবুল কালাম, লিটন পাল, প্রবাসী সদস্য নবী হোছন, ওবায়দুল হক, বোরহান উদ্দিন, ফারুক উল্লাহ, কাজল পাল, আবুল কালাম প্রমুখ। ইফতার অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক মোঃ রেজাউল করিম ও মিজানুর রহমান আজাদ।

সন্ধ্যায় প্রাক্তন ছাত্র পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে মুফিজুর রহমান মুফিজকে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট ঈদ পুনর্মিলনী কমিটি গঠন করা হয়। আগামী ৬ মে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ওইদিনই উপস্থিত সদস্যদের মতামতের আলোকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পুনর্মিলনী কমিটির অন্য সদস্যরা হলেন জাহেদুল হক ফরাজী, আব্দুল মোনাফ সওদাগর, শাহাব উদ্দিন, আব্দুল করিম, মমতাজুল হক, আতিকুর রশিদ (তারেক), নবী হোছন, চন্দন পাল বাবু ও মাস্টার আমান উল্লাহ।

শেয়ার করুন