দূর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি,প্রতিক্রিয়া ও প্রতিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানে দূর্যোগ মোকাবেলায় জরুরী প্রস্তুতি, প্রতিক্রিয়া ও প্রতিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫এপিল (সোমবার) দুপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা তহজিংডং এর (Women and Girls Empowerment) প্রকল্প এর আয়োজনে বান্দরবানের একটি আবাসিক হোটেলের হলরুমে জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃষি বিভাগ,ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি ও বিভিন্ন স্টোক হোল্ডাদের এর সাথে দূর্যোগ মোকাবেলায় জরুরী প্রস্তুতি, প্রতিক্রিয়া ও প্রতিকার বিষয় নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান এর উপ পরিচলক মো.রফিকুল ইসলাম, মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো.মাহবুবুল আলম, ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজার খুশী রায় ত্রিপুরা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো.মোশারেফ হোসেন, তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু,বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা তহজিংডং(Women and Girls Empowerment) প্রকল্প ব্যবস্থাপক ম্যামিসিং মারমা, কারিতাস বাংলাদেশ বান্দরবান সক্ষমতা প্রকল্পের ব্যবস্থাপক (দুর্যোগ ব্যবস্থাপনা) প্রিংয়াকা নাগ, তহ জিং ডং এর জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস, ভলেন্টেয়ার লিলিপ্রু মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ম্যামিসিং মারমা বলেন, ইউএনডিপি এর সহযোগিতায় গেøাবাল কানাডা অ্যাফেয়ার এর অর্থ সহযোগিতায় পার্বত্য বান্দরবানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আর এই প্রকল্পের মাধ্যমে বান্দরবানে দূর্যোগ মোকাবেলায় জরুরী প্রস্তুতি, প্রতিক্রিয়া ও প্রতিকার নিয়ে কাজ চলমান রয়েছে। এসময় কারিতাস বাংলাদেশ বান্দরবান সক্ষমতা প্রকল্পের ব্যবস্থাপক (দুর্যোগ ব্যবস্থাপনা) প্রিংয়াকা নাগ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং বলেন, প্রস্তুতি হচ্ছে এমন কিছু পদক্ষেপ বা কর্মসূচী যেখানে কোন দূর্ঘটনার ভয়াবহতা সচেতনভাবে মোকাবেলা করার লক্ষ্যে মানষিক, শারিরীক,সাংগঠনিক, আর্থিক ও প্রশাসনিকভাবে সতর্কতার সাথে তৈরী থাকা। পরিকল্পিত প্রস্তুতি পর্যায় বিপদাপন্ন জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে সহায়ক হয়। জরুরী এবং জনগোষ্ঠী ভিত্তিক এই দুইভাবে প্রস্তুতি পর্যায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় তিনি আরো বলেন, দুর্যোগ পরিকল্পনা হলো কিছু উপায় বা সামর্থ্য যা দ্রুত ও কার্যকরী দুর্যোগ মোকাবেলায় সরকার, অন্যান্য সংস্থা, কমিউনিটি বা ব্যক্তি পর্যায়কে সক্ষম করে তোলে। ভবিষ্যতের কোন অনিশ্চিত অবস্থাকে সুষ্ঠু ও কার্যকরভাবে মোকাবেলার ক্ষেত্রে দুর্যোগ পরিকল্পনা বিশেষভাবে ঝুঁকি হ্রাসে সহায়তা করে। সাধারণত তিনটি বিশেষ সময়ের জন্য এই পরিকল্পনা প্রণীত হয়। সময়গুলো হলো দুর্যোগ পূর্ব সময়, দুর্যোগ কালীন সময় এবং দুর্যোগ পরবর্তী সময়। এসময় তিনি শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের উদ্যোশে বলেন, স্বাভাবিক সময়ে দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে অবহিতকরণ ,দুর্যোগ পূর্বে বিদ্যালয়ের কক্ষ এবং পরিচ্ছন্ন উপকরণ নিশ্চিতকরণ,আশ্রয় গ্রহণের জন্য জনগণ আসার পূর্বে প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যবস্থা করা ,নারী এবং পুরুষের কক্ষ আলাদা করে রাখার উদ্যোগ গ্রহণ করা ,বিপদাপন্ন জনগোষ্ঠীর আশ্রয়ন নিশ্চিত করা,তাৎক্ষনিকভাবে সকল উদ্ধারকারী সংস্থার সাথে যোগাযোগের মাধ্যম সম্পর্কে সচেতন হওয়া, প্রয়োজনে মোবাইল নম্বর সংরক্ষণ করা,দুর্যোগ ব্যবস্থাপনা নির্দেশিকা ও আইন সম্পর্কে জানা ,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ রেখে সুষ্ঠু ব্যবস্থাপনায় অংশ নেয়া সকলের দায়িত্ব। কর্মশালার সমাপনী ও সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু বলেন,আমাদের দুর্যোগ সর্ম্পকে সবাইকে সচেতন হতে হবে আর দুর্যোগ মোকাবেলায় সবাইকে একত্রে কাজ করতে হবে।

শেয়ার করুন