নিজস্ব প্রতিনিধি, মিরসরাই::
মিরসরাইয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব (ইউসাম) পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে ” ঈদ পুনর্মিলনী, নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২২” এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউসামের সিনিয়র সহ সভাপতি সরওয়ার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাহমুদ এন্ড সবুজ কোম্পানির পার্টনার ও কেডিএস গ্রুপের সাবেক চিফ ফাইনানশিয়াল এক্সিকিউটিভ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল৷ তার বক্তব্যে বলেন, আমাদের উচ্চ শিক্ষা অর্জন করতে হবে। চাকরি পিছনে শুধু না দৌড়িয়ে উদ্যোক্তা হতে চেষ্টা করতে হবে। পাশাপাশি ভালো মানুষ হতে হবে। স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। পড়ালেখার পাশাপাশি নিজেকে কে তৈরি করার জন্য বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিতে হবে।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরজীবি বিভাগের সহযোগী অধ্যাপক তিলক চন্দ্র নাথ,মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর কবির ভূঁইয়া, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানাসহ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম'র) সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ৪০ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত মো. আব্দুল আজিজ, জান্নাতুর নুর, মো.শওকত হোসেন, ডা. জয়া চৌধুরী, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ আলী হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ২০১৯-২০ এবং ২০২০-২১ সেশনে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়৷
প্রসঙ্গত, শিক্ষা,ঐক্য ও ভ্রাতৃত্ব বুকে ধারন করে ২০১৫ সালের ১৯ জুলাই মিরসরাই উপজেলায় প্রতিষ্ঠা হয় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম)। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক মিরসরাইয়ের শিক্ষার্থীদের সহযোগিতাসহ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করে আসছে৷
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত