ঈদগাঁওতে বসতঘরে ভাংচুর ও তালা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে ভাংচুর ও তান্ডব চালিয়ে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ।
রবিবার ( ৮ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামার পাড়ায় এ ঘটনা ঘটে।
সংগঠিত ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী আলমাছ খাতুন।

অভিযোগে জানা যায়, জমির বিরোধের জের ধরে পার্শ্ববর্তী ফজল করিম দফাদারের ছেলে গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল । ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে গিয়াস উদ্দিন তার দলবল নিয়ে বসতঘরের বারান্দা ভেঙ্গে ফেলে। ঘরে থাকা মুল্যবান জিনিস পত্র ভাংচুর করে তান্ডব চালায় এবং ঘরে তালা লাগিয়ে দেয়। দাবিকৃত টাকা না দিলে ঘর জ্বালিয়ে দিবে বলে হুমকি দেয় সে। ঘরের মালিক আলমাছ খাতুন ও ছেলেরা পরে ঘরে আসলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। নিরূপায় হয়ে তারা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতায় তালা খুলে ঘরে প্রবেশ করে। শেষে পুলিশের কথা মত থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী ।
অভিযোগ দাতার পরিবার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন