[caption id="attachment_81661" align="aligncenter" width="1280"]
ছবি-মো. আবদুল হান্নান কাজল[/caption]
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। দিনের শুরুতেই দারুণ সুযোগ হারায় বাংলাদেশ।
[caption id="attachment_81662" align="aligncenter" width="1071"] ছবি-মো. আবদুল হান্নান কাজল[/caption]
খালেদ আহমেদের বলে খোঁচা মারতে গিয়ে ম্যাথিউসের ব্যাট ছুঁয়ে বল যায় লিটন দাসের হাতে। তবে বুঝতে পারেনি কেউই।
এরপর ২০৮ বলে শতরানের জুটি পূর্ণ করেন ম্যাথিউস-চান্দিমাল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০৭ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৯৫ রান।
ম্যাথিউস ১৩৫ ও চান্দিমাল ৫০ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৪ ও চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৪ রান করে। বাংলাদেশের পক্ষে নাঈম হাসান দুই আর তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান নিয়েছেন একটি করে উইকেট।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত