
আবুল কালাম : বন্দর নগরী চট্টগ্রামে ট্রাফিক সমস্যা সমাধানে ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে জনসচেতনতা মুলক সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ মে) বেলা ১২ টার দিকে নগরীর জিইসি মোড় জামান হোটেলের তৃতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও পাঁচলাইশ জোনের ট্রাফিক পরিদর্শক মো. হোসেনের সঞ্চালনায় সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ট্রাফিক( উত্তর) প্রশাসন জহুরুল ইসলাম সরকার পাঁচলাইশ এলাকার সার্জেন্ট ও কনস্টেবল, মালিক-চালক ও বিভিন্ন