চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তায় সতর্কতার সাথে কাজ করতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের গেটওয়ে চট্টগ্রাম বন্দর। উন্নত বাংলাদেশ গড়ার অন‍্যতম কারিগর চট্টগ্রাম বন্দর। একে প্রশ্নবিদ্ধ করতে পারলে; এর কার্যক্রম স্লো করে দিতে পারলে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এজন‍্য ষড়যন্ত্র থেমে নেই। আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সেজন‍্য আপনাদেরকে আরো সাহসিকতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে। বন্দরে ছোট খাটো দুর্ঘটনা আপনারা মোকাবেলা করেছেন। সার্বিক নিরাপত্তার বিষয়ে আরো সতর্ক থাকবেন। এখানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন এবং বে-টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। সে সমস্ত কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সেজন‍্য সকলকে সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম বন্দরের সভাকক্ষে বন্দরের কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয়ে বৈঠকে এসব কথা বলেন। এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সদস‍্য প্রশাসন মো. জাফর ইলম, পরিচালক ট্রাফিক মো.এনামুল করিম, পরিচালক নিরাপত্তা লে.কর্ণেল মো. আরিফুল ইসলাম ও বন্দর কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক বক্তব‍্য রাখেন।

শেয়ার করুন