ঈদগাঁওতে পরিবেশ আন্দোলন কর্তৃক সমবেদনা জ্ঞাপন ও তীব্র প্রতিবাদের আয়োজন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :সীতাকুণ্ডে ভয়াবহ কন্টেইনার দুর্ঘটনায় হতাহতদের প্রতি ঈদগাঁওতে সহমর্মিতা প্রকাশ, সমবেদনা জ্ঞাপন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দুই শীর্ষ নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা ঈদগাঁও উপজেলা শাখা ১০ জুন শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম। বাপা ঈদগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সহ- কৃষি বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মাহমুদুল করিম গুননু, বদরখালী ডিগ্রী কলেজের প্রভাষক জাহেদুল হাসান, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও রত্নগর্ভা রিজিয়া আহমদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মোঃ ইমরান উদ্দিন। উপস্থিত ছিলেন বাপা ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধি মোঃ হাসান তারেক, সহ- সমাজ কল্যাণ সম্পাদক, সমাজ নেতা নুরুল হুদা, অর্থ সম্পাদক ব্যবসায়ী আবু সালেহ, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, শফিউল আলম আজাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক ব্যবসায়ী শফিউল আলম, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক ব্যবসায়ী আলহাজ্ব জাফর আলম, সহ- জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সমাজসেবক ডাক্তার ওসমান গনি, সহ- জলবায়ু বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক (সাংবাদিক), সহ- প্রচার সম্পাদক সায়মন সরওয়ার কায়েম (সাংবাদিক), যুব বিষয়ক সম্পাদক ওসমান গনি ইলি (সাংবাদিক), স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (আলপনা), কার্যকরী সদস্য আলা উদ্দিন (সাংবাদিক), কাউসার উদ্দিন শরিফ (সাংবাদিক), গিয়াস উদ্দিন ( সাংবাদিক), তানভীরুল ইসলাম আয়ুব।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মইনুদ্দিন, জালালাবাদের আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী আব্দুস সালাম, ফার্নিচার ব্যবসায়ী আজিজুল হক সুমন, ঈদগাঁও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমানুল্লাহ, ঈদগাঁও হকার সমিতির সাবেক সভাপতি নুরুল আমিন প্রমুখ।
মুনাজাতে সীতাকুণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা প্রার্থনা, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধাচারণকারীদের হেদায়াত প্রত্যাশাসহ দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। বক্তারা সীতাকুন্ড ট্রাজেডিতে হতাহত পরিবারবর্গের জন্য অবিলম্বে ক্ষতিপূরণ দাবি করেন। উক্ত এলাকায় নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয় । নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জীবনে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা আল্লাহ ও রাসূলের বিরোধিতাকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন।

শেয়ার করুন