সোমবার (২০ জুন) বিকাল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।
আশরাফুল আলম জানান, সীতাকুণ্ডের গুলিয়াখালি এলাকায় একটি দুষ্কৃতিকারী চক্র বেড়িবাঁধ ও সরকারি জায়গা দখল করে দোকান-ঘর নির্মাণ করছিল। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়েছি। পরে সেসব দোকান ভেঙে দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক ও মামলা করা হয়নি। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত