হাকিম মোল্লা: সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ১০০ কেজি সামুদ্রিক মাছ ও ৩টি আনুমানিক প্রায় ১৫০০০ মিটার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুন লাগিয়ে বিনষ্ট করা হয় ও জব্দকৃত মাছ নিলামে তুলে ১৬ হাজার টাকায় বিক্রী করা হয়। যা সরকারি কোষাগারে জমা করা হয়।
সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, ও টেকসই মৎস্য আহরনের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরন নিষিদ্ধ উপলক্ষে ২৫ জুন শনিবার উপজেলা মৎস্য দপ্তর সীতাকুণ্ড ও নৌ-পুলিশ সলিমপুরে বিশেষ অভিযানে আনুমানিক ১০০ কেজি সামুদ্রিক মাছ ও ৩টি আনুমানিক প্রায় ১৫০০০ মিটার জাল জব্দ করা হয়।
জব্দকৃত মাছ ১৬০০০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং জব্দকৃত জাল স্থানীয় মান্য-গণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জালিয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য কর্মকর্তা জনাব কামাল উদ্দীন চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাছগুলো নিলামে তুললে ১৬ হাজার টাকায় বিক্রি করা হয় এবং জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামাল উদ্দীন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ এ এস আই জনাব মোঃ হালিম এবং তথ্য সংগ্রহকারী রাসেল, মাজহারুল, সাদেকুল, নুরুদ্দীন, রুবেল।