পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঈদগাঁওর বিভিন্ন প্রতিষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসের আয়োজন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের উদ্যোগে সকল অফিসার নিয়ে বর্ণাঢ্য র‍্যালি, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আনন্দ সমাবেশ ও অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে ঈদগাঁও থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে এসে জমায়েত হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাটন টিপে পদ্মা সেতু উদ্বোধন করার পর পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে বেলুন উড়িয়ে উদ্বোধনী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

র‌্যালিতে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম, এস আই মোঃ মিরাজ হোসেন, এস আই মোঃ জোয়েল সরকার, এস আই মোঃ নোমান ছিদ্দিক, এস আই মোঃ গিয়াস উদ্দীন, এএস আই মোঃ রুহুল আমিন, এএস আই মোঃ আব্দু রহিম, এএস আই মোঃ রাসেল কাজী, এএস আই মোঃ ইব্রাহীম, এএস আই মোঃ রাকিব আহমদসহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানিয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন ঈদগাঁও থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে অডিটোরিয়ামে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন তারা।

এদিকে বড় প্রজেক্টরে পদ্মা সেতু উদ্বোধনের পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের মোক্তার আহমদ মিলনায়তনে সহস্রাধিক শিক্ষার্থী উচ্ছাস ও উদ্দীপনা সহকারে স্বপ্নজয়ের অনুষ্ঠান উপভোগ করেন। অন্যদিকে ঈদগাহ রশিদ আহমদ কলেজ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের যাবতীয় আনুষ্ঠানিকতা সরাসরি উপভোগ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুরূপ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে স্বপ্ন উন্মোচনের গর্বিত অংশীদার হন।

শেয়ার করুন