অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে সারাদেশে লিফট সার্ভিসিং বন্ধ থাকবে

আমদানীতে অতিরিক্ত ৫শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে সারাদেশে একযোগে লিফট সার্ভিসিং বন্ধ করে ধমর্ঘটে যাওয়ার ঘোষনা। আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে মানববন্ধনে বাংলাদেশ এলিভেটর , এসকেলেটরস এন্ড লিফট ইম্পোটার্স এসোসিয়েশন ( বেলিয়া ) এই ঘোষনা দেন। মানববন্ধনে তারা অভিযোগ করেন, এই মুহুর্তে লিফটের ক্রয়াদেশ , অগ্রিম গ্রহণ , ঋণপত্র খোলা , প্রস্তুত পর্যায়ে , জাহাজীকরণ অবস্থায় এবং বন্দরে শুল্কায়ন পর্যায়ে সহস্রাধিক লিফট প্রক্রিয়াধীন । হঠাৎ করে এই পরিমান লিফট যা পূর্বের শুল্কহারে ( ১১ % ) বিক্রয় করা হয়েছে সেগুলোর জন্য বাড়তি হারে ( ৩১ % ) শুল্ক প্রদান করতে হলে ঐ সমস্ত প্রতিষ্ঠান ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে । বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং এই সেক্টরে ছোট , মাঝারী এবং বড় পরিসরে শতাধিক প্রতিষ্ঠানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষাধিক কর্মকর্তা / কর্মচারী নিয়োজিত যাদের ভবিষ্যৎ সম্পূর্ন অনিশ্চয়তার মধ্যে পড়েবে । মানববন্ধনে তারা সরকারের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেন, নীতিমালা তৈরী ও নিয়ন্ত্রক সংস্থা প্রনয়ণ পূর্ব পর্যন্ত লিফটকে অত্যাবশ্যক ক্যাপিটাল মেশিনারী ক্যাটাগরীতে রাখা এবং পূর্বের শুল্ক হার ১১ % ( ১ % আমদানি শুল্ক + ৫ % অগ্রিম আয়কর + ৫ % অগ্রিম কর ) শতাংশ বহাল রাখা । লিফট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য নীতিমালা প্রনয়ণ । আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের আলোকে বাংলাদেশ লিফট স্ট্যান্ডার্ড প্রনয়ণ , নিয়ন্ত্রক সংস্থা তৈরী এবং প্রয়োজনীয় সক্ষমতা অর্জন । উপরোক্ত প্রস্তুতিমূলক কাজ সম্পাদন করার পর লিফট প্রস্তুত শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য নূন্যতম ৩ বছর সময় বেঁধে দেয়া । উপরোক্ত পন্থা অবলম্বন করে সুনির্দিষ্ট পদক্ষেপে বিগত ৫০ বছর ধরে অর্জিত আমাদের সক্ষমতা ব্যবহার করে বাংলাদেশকে একটি টেকসই লিফট শিল্প উপহার দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা । মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি এমদাদ উর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আলম উজ্জল, মানববন্ধনে ইউনাটেড এক্সপারটেস বিডি লিফট এর সিইও পুজন সেন গুপ্ত, পিকো প্লাস এর পরিচালক এনায়েতুর রহমান, অটো ইলিভেটর এর ব্যবস্হাপনা পরিচালক সায়েম উদ্দিন, এক্সেল এলিভেটর এন্ড পাওয়ার জেনারেশন এর সিইও প্রকৌশলী ইসমাইল হোসেন, গ্লোবাল ইন্জিরিয়ারিং কোম্পানি লি: এর ব্যবস্হাপনা পরিচালক প্রনব নন্দী, প্যারাগন টেক এর খালেদ রায়হান,, পারফেক্ট লিফট লি: এর ব্যবস্হাপনা পরিচালক মো: হাসনাত মীর বাহার, ডিজিটেল পাওয়ার সিটি লি: এর ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ মো: আবুল মহসীন, রি কল লি; এর ব্যবস্হাপনা পরিচালক রুহুল আমিন সহ নেতৃবৃন্দ ।

শেয়ার করুন