নিজস্ব সংবাদদাতা,মিরসরাই:: মিরসরাইয়ে চলন্ত ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে একজন নিহত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শিল্পনগরের ইছাখালী স্লুইসগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল মান্নান (৩৫)। সেই লালমনিরহাট জেলার কালমারী থানার রয়েল আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ইছাখালী স্লুইসগেইট এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলে আব্দুল মান্নান নামে একজন প্রাণ হারান। তিনি ট্রাকের চালক বা চালকের সহকারি কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ট্রাক উল্টে একজন মারা যাওয়ার খবর শুনেছি। এই ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।