ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই, স্লোগানে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবীতে’ ঈদগাঁওতে আজ বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সদর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এ মানববন্ধনের আয়জন করা হয়। কক্সবাজার পিস এ্যাম্বাসেডর নেটওয়ার্ক- পিএডিএনর প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য মঞ্জুর আলমের নেতৃত্বে বিকালে ঈদগাঁও বাজারের নিউ মার্কেটের মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি সদস্যগণের পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজ ও সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি ও সুজনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও উপজেলা শাখার আহ্বায়ক শেফাইল উদ্দিন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সম্পাদক হাসান তারেক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার অর্থ সম্পাদক আবু সালেহ
জেলা যুবদলের সদস্য মো.আরিফ,
বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, সমাজকর্মী প্রিন্স হামিদ প্রমুখ। উক্ত মানববন্ধনের মাধ্যমে পিএফজি সদস্যগণ স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন দাবী উত্থাপন করেন। দাবি সমূহের মধ্যে রয়েছে-১. সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে সমগ্র দেশব্যাপী দ্বিমুখী সড়ক ব্যবস্থা চালু করতে হবে।
২. অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকদের প্রতি প্রশাসনকে কঠোর হতে হবে। পাশাপাশি অদক্ষ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করতে হবে।
৩. ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। তাই এগুলো নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৪. মহাসড়কে তিন চাকার গাড়ী চালানোর জন্য আলাদা লেন এর ব্যবস্থা করতে হবে।
৫. ট্রাফিক আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে।

উল্লেখ্য, গত জুন মাসের কক্সবাজার পিএডিএন’র মাসিক সভায় কক্সবাজারের পিএফজি এলাকাগুলোতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন আয়োজন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ১৮ জুলাই, ২০২২ কক্সবাজার পিস এ্যাম্বাসেডর নেটওয়ার্ক- পিএডিএন’র সদস্যগণ কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালকে একটি স্মারকলিপি প্রদান করেন। ঐসময় জাহিদ ইকবাল পিএডিএন সদস্যদের দাবীগুলো মনযোগ দিয়ে শুনেন এবং এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পাশাপাশি অন্যান্য পিএফজি’র ন্যায় কক্সবাজার সদর পিএফজি আজকের এ মানববন্ধনটি আয়োজন করে।

শেয়ার করুন