বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার ২০,৪৮৩ জন পাবেন বিদ্যুৎ সুবিধা

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মানুষের জন্য আজ বিশেষ আনন্দের দিন।

ওজোপাডিকো এবং ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিঃ এর মধ্যে ৩ মেগাওয়াট সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের চুক্তি স্বাক্ষর হওয়ার পর থেকে এ আনন্দ ছড়িয়ে পড়ছে।

এই প্রযুক্তির পাওয়ার প্ল্যান্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এর মাধ্যমে মনপুরা দ্বীপের ২০,৪৮৩ জন গ্রাহক সরকারি গ্রিডের মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবেন। এর ফলে কর্মসংস্থান, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ বদলে যাবে মনপুরাবাসীর জীবন মান।

শেয়ার করুন