হাকিম মোল্লা: সীতাকুণ্ড পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন। নির্বাচনে ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ কামাল চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫২৪ ভোট।
বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। অধিকতর ঝুঁকিপুর্ণ বিধায় এ নির্বাচনকে ঘিরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ফলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০২০ সালে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জুলফিকার আলি শামীম। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শন্য হয়ে যায়।
নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, নির্বাচনে ভোটাররা ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত