মীরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

মীরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় ১১ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে আসছিলেন।

রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর শুনেই আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।

মিরসরাই থানার উপপরিদর্শক সৈয়দ আহমদ বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন