হোটেল হেরিটেজ ওনার্স এসো.’র সংবাদ সম্মেলন
কোরাল রীফ প্রপাটিজের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে প্লট মালিকরা

পর্যটন নগরী কক্সবাজারে ২০০৯ সালে ‘চার লাখ টাকায় ফাইভ স্টার হোটেলের মালিকানা’ পেতে বিজ্ঞাপন দেখিয়ে কোরাল রীফ প্রপার্টিজের হোটেল বেস্ট ওয়েস্টার্ণ হেরিটেজে বিনিয়োগ করেন প্রায় তিন হাজার গ্রাহক। বিনিয়োগের এক দশক পার হলেও লভ্যাংশ পাননি বিনিয়োগকারীরা। ৫/৬ বছরে বিনিয়োগ উঠে আসাসহ প্লট হস্তান্তরের কথা থাকলেও চুক্তির মেয়াদ শেষেও প্লট হস্তান্তরে ব্যর্থতার পরিচয় দেয় ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কোরাল রীফ প্রপার্টিজ লিঃ (সিআরপিএল)।
কোরাল রীফ প্রপার্টিজ লিঃ কর্তৃপক্ষের চুক্তি বর্হিভূত কার্যকলাপের প্রতিকারের দাবীতে হোটেল হেরিটেজ ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম গতকাল ৩০ জুলাই নগরীর প্লেসক্লাবস্থ এস রহমান হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শামসুল আনোয়ার খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শেখ বায়জিদ, প্রধান উপদেষ্টা প্রফেসর নুরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হায়দার মামুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়-কোরাল রীফ প্রোপার্টিজ লিঃ কর্তৃপক্ষের বেআইনী কার্যকলাপের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে গত ৪ জুন ২০২১ইং সংবাদ সম্মেলন করেন। উক্ত সম্মেলনের দায়ে ভয়ভীতি প্রদর্শন ও উকিল নোটিশ দিয়ে হয়রানি করছেন সদস্যদের। জনাব শুমসুল আলম খান বলেন আমি এই সম্মেলন থেকে কোরাল রীফ প্রোপার্টিজ লিঃ এর কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই আমাদের সাথে বিক্রয়কালীন চুক্তি মোতাবেক বিষয় সমূহ আগামী ৩০ দিনের মধ্যে দ্রুত নিষ্পত্তি করুন। অন্যথায় আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি নিতে বাধ্য হব।

শেয়ার করুন