“ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই” শীর্ষক শিক্ষার্থী সমাবেশ চট্টগ্রামে

নিরাপদ সড়ক চাই (নিসচা) বিগত ২৯ বছর যাবত সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। বিশ্বময় সড়ক দুর্ঘটনা ৫০% কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘের কর্মসূচির সাথে একাত্ত হয়ে চট্টগ্রাম মহানগর কমিটি সড়ক দূর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক ৩ মাসের নানান কর্মসূচী পালন করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১ আগষ্ট ২০২২ ইং সোমবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই” প্রতিপাদ্য বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ শিক্ষার্থী সমাবেশে নিরাপদ সড়ক চাই’র সদস্যসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন