
পশ্চিম বাকলিয়া হাজী তফছির – নছিমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী বীর মুক্তিযোদ্ধা এম, মাহবুবুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এক স্মরণসভা ৪ আগষ্ট বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ১৭ নয় পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল আলম।
সোলাইমান কাসেমীর পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি এইচ, এস, জামাল চৌধুরী ও প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক কে, এম, আক্তার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার।
দোয়া মোনাজাত শেষে উপস্থিত অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে তবারুক বিতরণের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে।
এইচএম/ফোআ/নয়াবাংলা