সীতাকুণ্ডে ট্রাক ডাকাতিকালে ৩ ডাকাত গ্রেফতার

সীতাকুণ্ড ( চট্রগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড ট্রাক ডাকাতিকালে ৩ ডাকাত গ্রেফতার।

স্হানীয় ও হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত অানুমানিক রাত সাড়ে তিন ঘটিকায় সীতাকুন্ড উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী লেনে কেডিএস ডিপো সংলগ্ন দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে একদল ডাকাত একটি ট্রাক আটক করে ডাকাতি করছে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বারআউলিয়া হাইওয়ে থানার দুইটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাক ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভাটিয়ারী এলাকা থেকে ডাকাত চক্রের মূল হোতা মৃত নাসির উদ্দিনের ছেলে মোঃ ফারুখ , মৃত তাজ মোহাম্মাদের ছেলে মোঃ হান্নান , ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারের ড্রাইভার আরিফুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ দৈনিক যুগান্তরকে জানান, উপজেলার ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকায় ট্রাক থামিয়ে ডাকাতি করার সময় সংবাদ পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের দুইটি মোবাইল টিম গিয়ে ট্রাক ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে ও ভাটিয়ারী থেকে ডাকাত দলের মুল হোতা ২ জন ও প্রাইভেট কারের চালককে গ্রেফতার করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেকোনো ধরনের ডাকাতি, চুরিসহ অন্যান্য অপরাধ দমনে আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং থাকবে। মহাসড়ক নিরাপদ রাখতে অত্র রিজিয়নের হাইওয়ে পুলিশ বদ্ধ পরিকর।

শেয়ার করুন