[caption id="attachment_82626" align="aligncenter" width="1156"]
সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূলে মোঃ ফরিদুল আলমের মালিকানাধীন আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডর্টি দখল করছে সন্ত্রাসীরা[/caption]
সীতাকুণ্ড ( চট্রগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে দিন- দুপুরে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড দখল করে ফেলেছে সন্ত্রাসীরা।
[caption id="attachment_82627" align="aligncenter" width="1156"] সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূলে মোঃ ফরিদুল আলমের মালিকানাধীন আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডটি দখল করছে সন্ত্রাসীরা।[/caption]
সীতাকুণ্ড থানায় অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূলে মোঃ ফরিদুল আলমের মালিকানাধীন আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডর্টি পাশ্ববর্তী এম, এ, শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মোঃ মাহবুবুল আলম ও তার ভাই আনোয়ার আলম দেশীয় অস্ত্র - শস্ত্রে সজ্জিত হয়ে ইয়ার্ডের নিজস্ব নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের উপর হামলা চালায়। এসময় নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেধরক মারধর করে মালামালসহ শিপ ইয়ার্ডটি দখল করে ফেলে।
[caption id="attachment_82628" align="aligncenter" width="1156"] সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূলে মোঃ ফরিদুল আলমের মালিকানাধীন আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডটি দখলের পর টিনের বেড়া দিয়ে ঘেরাও করা হয়।[/caption]
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, বার আউলিয়া এলাকার সমুদ্র উপকূলে পাশ্ববর্তী এম,এ,শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকেরা আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ড দখল করেছে এ রকম একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে আমি ঘটনাস্হলে পুলিশ ফোর্স পাটিয়েছি। ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত