মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে নতুন ভোটার প্রত্যাশীদের আজ শনিবার যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ কার্যক্রমে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে আবেদনকারী ২২৬১ জন
ভোটারের তথ্যাবলী ও সংযুক্ত কাগজপত্র যাচাই করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বাছাই কার্যক্রমে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বার, মেম্বার দিদারুল ইসলাম, মেম্বার সিরাজুল ইসলাম, মেম্বার হেলাল উদ্দিন, হালনাগাদ ভোটার কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, ভোটারদের সংগৃহীত তথ্যসমূহ উপজেলা বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করা হচ্ছে। আরো বেশ কিছু দিন চলবে এ কার্যক্রম।
তিনি আরো বলেন, বিশেষ কমিটি যাদেরকে যোগ্য এবং বৈধ ঘোষণা করছেন কেবল তারাই নিবন্ধন বা ছবি তোলার সুযোগ পাবেন।
যাচাই কার্যক্রমে উপস্থিত ইসলামাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার দিদারুল ইসলাম জানান, দাখিলকৃত কাগজপত্র ভূয়া, সৃজিত ও জাল কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।
গত ১ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত নতুন এসব ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়।
জেলায় দ্বিতীয় দফায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের তত্ত্বাবধানে
ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত