যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশা চালককে খুন করেছে ছিনতাই কারীর সংঘবদ্ধ চক্র। নিহত চালকের নাম মো: একরাম (২০)।
[caption id="attachment_82803" align="aligncenter" width="1140"] নিহত চালক মো: একরাম[/caption]
রোববার (৪ সেপ্টেম্ব) রাত সাড়ে সাতটায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের বিপরীতে এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়,বাড়বকুন্ড নতুনপাড়া চাঁনমিয়া চৌকিদার বাড়ীর নূরুল আফসারের ছেলে মোঃ একরাম প্রতিদিনের মতো সিএনজি নিয়ে বের হয়। রাতে বাড়বকুণ্ড শোকলালহাট থেকে যাত্রী নিয়ে সীতাকুন্ড যাওয়ার পথে ফকিরহাট পার হয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস বরাবর গেলে যাত্রী বেশী ছিনতাইকারীরা তাকে গাড়ীতেই ঝাপটে ধরে গাড়ী থেকে নামানোর চেষ্টা করে। এসময় একরামও গাড়ী থেকে নামতে রাজি না হওয়ায় একপর্যায়ে ছিনতাইকারীরা একরামের বুকে ছুড়ি মেরে দিলে সে চিৎকার করে। এসময় সিএনজির অন্য চালকরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় আহত একরামকে সীতাকুন্ড হাসপাতালে নিয়ে গেলে সংকটাপন্ন দেখে সেখানকার চিকিৎসক কাকে চমেক হাসপাতালে পাঠালে পথিমধ্যে একরামের মৃত্যু হয়।
স্হানীয় মেম্বার মোঃ সোহেল জানায়,নিহত একরাম খুব শান্তিপ্রিয় ছেলে ছিল,কোন খারাপ কাজে তাকে দেখা যায়নি,ভাল কাজে সে ছিল অতি উৎসাহী। তার হত্যাকারীদের খুজে বের করে কঠোর শাস্তি দাবী জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানায়,একজন সিএনজি চালক আহত পরে মারা গেছে শুনে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত