পাওনা টাকা চাওয়ায় নারীর বিরুদ্ধে অপপ্রচার; প্রতিবাদের চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার ও প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে

৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় চট্রগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এর বিচার দাবি করেন নিরহ অসহায় পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য কুলসুমা বেগম।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হাওলাদ নিয়ে টাকা ফেরত না দেয়ায় আমি আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করি। তারপর থেকে ঐ অর্থ আত্নসাৎকারী আমার থেকে চাঁদা দাবি করে আমাকে মারধর করে ও আমার ঘরে ভাংচুর চালায় এবং আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে মাদক ব্যবসায়ীর অপবাদ দিয়ে এলাকার কিছু তার আত্নীয়কে নিয়ে দ মানববন্ধন করে আমাকে হেয় প্রতিপন্ন করে। এর প্রতিবাদে আমি আইন শৃঙ্খখলা বাহিনীর কাছে ঐ চাঁদাবাজের বিচারের জোর দাবি জানাই এবং আমার মত নিরীহ বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি।

ভক্তভোগী পরিবারটি চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।

শেয়ার করুন