ভাটিয়ারীতে চাঞ্চল্যকর পিতা খুনের ঘটনায় পুত্র কারাগারে

পুলিশের হাতে গ্রেপ্তার হেলাল।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কৃষক বেলাল হোসেন (৬০) খুনের ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ হেলালকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের বউ বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার করা হত্যা মামলায় পুলিশ আজ বুধবার তাঁকে আদালতে পাঠাবে।
বেলাল হোসেনের বাড়ি উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামে। হেলাল নিহত বেলালের চার ছেলের মধ্যে তৃতীয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বনিক জানান, ঘটনার পর থেকে আমরা পুলিশের নজরদারীতে রাখা হয় পুুরো এলাকা।  গোপনে খুনির অবস্থান আমরা জানতে পারি। হাটহাজারী সড়কের বউ বাজার এলাকা থেকে হেলালকে আটক করা হয়। পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের ঝগড়া হয়। ঝগড়ার সময় বাবার হাতে কাস্তে এবং ছেলের হাতে ছুরি ছিল। একপর্যায়ে বাবার কাস্তের আঘাতে ছেলের হাতের একটি আঙুল কেটে যায়। এ সময় বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করেন ছেলে। আহত অবস্থায় বাবা বেলাল হোসেনকে স্থানীয় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন