রাংগুনিয়ায় নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিট্যান্স প্রেরন ও প্রবাসীদের কল্যাণ কার্যক্রম সম্পর্কিত অভিভাবক-শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ সভা

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা কর্মসংস্হান ও জনশক্তি  উপ-পরিচালক মোঃ জহিরুল আলম মজুমদার।

নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিট্যান্স প্রেরন ও প্রবাসীদের কল্যাণ কার্যক্রম সম্পর্কে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর (বুধবার) চট্রগ্রাম রাংগুনিয়া উপজেলায় শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার ও ইয়ুথ ফোকাল আবদুস সবুর এর উপস্থাপনায় প্রধান শিক্ষক মিসেস রুবিনা ইয়াছমিন এর সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কর্মসংস্হান ও জনশক্তি  উপ-পরিচালক মোঃ জহিরুল আলম মজুমদার।

বক্তব্য রাখছেন ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার ও ইয়ুথ ফোকাল আবদুস সবুর

অতিথি হিসেবে বক্তব্য রাখেন গামকার প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, মহিলা বিকেটিটিসির চিফ ইন্সপেক্টর আবু হেনা মোস্তফা কামাল,শিলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ আবদুল মান্নান চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহ চৌধুরী আয়ুব খান, রাংগুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য,স্কুলের শিক্ষক ছাত্র/ছাত্রীবৃন্ধ প্রমুখ।

শেয়ার করুন