মিরসরাইয়ের মঘাদিয়ায় প্রবীণ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি::
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদে প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রবীণদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল ১১ টার দিকে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাঈন মাষ্টারের উদ্যোগে এই দিবস পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক আতিকুর রহমান খাঁন। মঘাদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হাজ্বী নুর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. শাহ আলম, সদস্য মাষ্টার শাহ আলম , মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর লাতুমিয়া, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. নুরুল ইসলাম, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন সহ ইউনিয়ন পরিষদের মেম্বার সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবীণদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে আলোচনা শুরু করে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাঈন মাষ্টার। আলোচনায় প্রবীণদের কথা শুনে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাঈন মাষ্টার বলেন, ‘প্রবীণদের অভিজ্ঞতা নবীনদের জীবনে কাজে লাগাতে হবে। আামাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাথীদেরকে প্রবীণ অধিকার বিষয়ে জানানো, জাতীয় প্রবীণ নীতিমালা সম্পর্কে জানানো। প্রবীণ দিবসের অনুষ্ঠানে শুধু প্রবীণ নয় নবীদের অংশগ্রহণও থাকতে হবে। কেননা নবীনদের মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে প্রবীণদের অধিকার সুনিশ্চিত হবে না। তাই প্রবীণ দিবস নবীন ও প্রবীণ উভয়ের অংশগ্রহণে উদ্যাপন করতে হবে।’

শেয়ার করুন