পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসার বাথরুমে বালতির পানিতে পড়ে আব্দুর রহমান নামে তিন বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা নাজমুস সাকিব জানান, তাঁদের বাসা যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলায়। দুপুরে আব্দুর রহমানের মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাথরুমে ঢুকে পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেয়ার করুন