মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের ৮ দিনব্যাপী কর্মসূচির ২য় দিনে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়। চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম ধলইস্থ মাদরাসা-এ-জিয়া মওলা হক ভান্ডারী শাহানশাহ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুচ। গাজী ইমজাদ হোসেন বাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেকান্দর মিয়া বাদশা, মাস্টার আবু জাফর, সুপার কেএম আবদুল মান্নান, ফয়েজুল ইসলাম, হেলাল উদ্দীন চৌধুরী, হাফেজ মানিক, রমিজ উদ্দীন, জাফর, মোজাহের, এনাম, মামুন, তুষার, সাদেকুল শিশির, সাংবাদিক মো: আহমাদুর রহমান শাওন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত