সীতাকুণ্ডে বাস টার্মিনাল উদ্বোধন

সীতাকুণ্ড পৌরসভায় ১৫ অক্টোবর বিকাল ৫টায় একটি বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষ এক বিধবা মহিলাকে এমপির নিজস্ব তহবিল থেকে একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও কাউন্সিলর শফিউল আলম মুরাদের পরিচালনায় পৌর সদরে উত্তর বাজারে উদ্বোধনপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি তোফায়েল আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, পৌর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ড-চট্টগ্রাম যাতায়াতে রূপসী সীতাকুণ্ড নামে মিনি বাসের উদ্বোধন করা হয়েছিল। সেই বাসগুলো জনসাধারণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখছে। কিন্তু যত্রতত্র বাসের পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হয়, তাই যানজট নিরসনে এই বাস টার্মিনাল বিশেষ ভূমিকা রাখবে, এতে অত্র এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ আর থাকবে না। উদ্বোধন শেষে আসমা খাতুন নামে এক অসহায় বিধবা মহিলাকে এমপির ব্যক্তিগত তহবিল থেকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে

শেয়ার করুন