সীতাকুণ্ডে শিক্ষক দিবসে বক্তারা ; সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সময়ের দাবী

দেশের ৯৫ শতাংশ শিক্ষকই বেসরকারী। তাদের সুযোগ-সুবিধা-সম্মান কোনটাই যথেষ্ট নয়। ফলে শিক্ষক পরিবারের চাহিদা পূরণ হয় না। এ কারণে আজকাল শিক্ষকদের সন্তানরাও আর শিক্ষকতায় আসতে চান না। তারা একটু সচ্চলতার জন্য অন্য পেশা বেছে নেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এনজিও ব্র্যাকের সহযোগিতায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্যকালে শিক্ষক নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা আরো বলেন জাতিকে সুশিক্ষিত করতে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ সময়ের দাবী। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলম সরকার। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুবক্করের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবীব উল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিপক কান্তি ভট্টাচার্য্য। এতে সংবর্ধিত অতিথি ছিলেন শিক্ষক মাওলানা হোসাইন আহমদ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জরিনা আখতার, সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও কর্মকর্তাদের একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন