
হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে বিভিন্ন যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর-চট্টগ্রাম।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এসময় ৮ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পরিবহনগুলো এ হর্ন ব্যবহার করছে।
এতে শব্দ দূষণ সৃষ্টি হচ্ছে। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে আসছে পরিবেশ অধিদফতর।
এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে ৮টি মামলা দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক মো. কামরুল হাসান, সহকারি পরিচালক জাহানারা ইয়াসমিন, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ সরকার, জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত