[caption id="attachment_83289" align="alignnone" width="300"]
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকার মেসার্স জিয়া ফুডস প্রোডাক্টস নামক বেকারিতে অভিযান।[/caption]
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন করায় সীতাকুণ্ডে এক বেকারি ও মিষ্টির দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ( ৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ জরিমানা করেন।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এর নেতৃত্বে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকার মেসার্স জিয়া ফুডস প্রোডাক্টস নামক একটি বেকারিতে ও সীতাকুণ্ড সদর এলাকার একটি মিষ্টির দোকানে এ অভিযান চালানো হয়।
এসময় ওই দুটি প্রতিষ্ঠান বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যসমূহের মোড়কে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং মিথ্যা তথ্য দিয়ে বাজারজাতকরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ১৫,০০০ ও ৩০,০০০ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত