মাসিক মিরসরাই পত্রিকার সম্পাদকের সাথে সাবেক সচিবের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই::
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিনের সাথে সাবেক সচিব ও মিরসরাইয়ের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার আতিউর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) দুপুরে মাসিক মিরসরাই পত্রিকার কার্যলয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. শাহাজান, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, চিনকি আস্তানা ষ্টোশন জামে মসজিদের খতিব হাফেজ দেলোয়ার হোসেন, ইনকিলাব পত্রিকার মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেন, যায়যাদিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবন সহ মাসিক মিরসরাই পত্রিকার স্টাফরা।
মতবিনিময় সভায় সাবেক সচিব খন্দকার আতিউর রহমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে । তার মধ্যে মাসিক মিরসরাই পত্রিকা একটি। তৎকালিন সময় থেকে মাসিক মিরসরাই পত্রিকা উপজেলা প্রশাসনকে অনেক সহযোগিতা করে আসছে। সম্পাদক নিজাম উদ্দিন এই পত্রিকা দিয়ে তৎকালিন সময় উপজেলার সব সাংবাদিকদের একত্রিত করে রাখতো। আমি প্রাচীন এই পত্রিকার সফলতা কামনা করি।’

শেয়ার করুন