ঈদগাঁওতে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহতঃ আহত ২

Exif_JPEG_420
Exif_JPEG_420

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁওতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক বাইক আরোহীর মৃত্যু ও অপর দুইজন আহত হয়েছে।

রবিবার ৬ নভেম্বর আনুমানিক রাত ১০ টার দিকে ইউনিয়ন ভোমরিয়াঘোনা শিয়া পাড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ তমজিদ রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদর মোকামের ছৈয়দ হোসনের ছেলে। পেশায় তিনি কাঁচা মাছ ব্যবসায়ী।

আহত মোবারক একই ইউনিয়নের টোটারবিলের রমজানের ছেলে এবং অপরজন বদর মোকামের নুরুল কবিরের পুত্র।

জানা যায়, হতাহতরা মোটরসাইকেল যোগে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিল।
দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে ঈদগাঁও থানার দ্বিতীয় কর্মকর্তা মহি উদ্দিন বলেন, সাক্ষ্য দেয়ার জন্য তিনি বর্তমানে রাঙ্গামাটিতে অবস্থান করছেন।
অন্যদিকে ঈদগাঁও থানার ডিউটি অফিসার এবং ভোমরিয়াঘোনা এলাকার মেম্বার আব্দুল হাকিম ঘটনা অবহিত নন বলে জানান।

ঈদগড়ের সাংবাদিক মোঃ হামিদুল হক জানান, কক্সবাজার সদর হাসপাতালে পোস্টমর্টেম শেষে নিহত তামজিদের জানাজা আজ সকালে মরহুমের নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন