[caption id="attachment_83321" align="alignnone" width="300"]
প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখছেন ইপসা'র ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)'র সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন।[/caption]
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা'র আয়োজনে "সংগঠন ব্যবস্থাপনা, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ও স্থানীয় সম্পদ আহরণ বিষয়ক প্রশিক্ষণ পেয়েছে পার্থ সারথী গীতা সংঘ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) মুরাদপুর শাখা ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মফিজুর রহমান মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
[caption id="attachment_83322" align="alignnone" width="300"] প্রশিক্ষণে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন ইপসা সিভিক প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শাহ সুলতান শামীম।[/caption]
চট্রগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় ইপসার আয়োজনে ও জিসিইআরএফ এর সহযোগিতায় ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জা নগরের সামাজিক সংগঠন শ্রী শ্রী পার্থ সারথী গীতা সংঘের কার্যকর যুব সদস্যদের সাথে "সংঠন ব্যবস্থাপনা, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ও স্থানীয় সম্পদ আহরণ বিষয়ক প্রশিক্ষণ' অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে।
[caption id="attachment_83323" align="alignnone" width="300"] ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মফিজুর রহমান মিলনায়তনে প্রশিক্ষণ প্রদাণ করছেন ইপসা সিভিক প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শাহ সুলতান শামীম।[/caption]
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইপসা ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)'র সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, ইপসা সিভিক প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শাহ সুলতান শামীম, ইপসা-আইডিপিডিপি'র প্রোগ্রাম অফিসার মাহিনুল ইসলাম সহ ইপসা সিভিক প্রকল্পের এসোচুয়েট ফিল্ড অফিসার ফরহাদ হোসাইন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত