মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন

মিরসরাই প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন কথা সাহিত্যক মহাকবি কায়ুম নিজামী।
রবিবার (২০ নভেম্বর) দুপুরে মিরসরাই পৌর সদরে অবস্থিত ওই বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি।
এ সময় কথা সাহিত্যক মহাকবি কায়ুম নিজামী শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দিয়ে বলেন, শিক্ষাজীবনকে ভবিষ্যৎ গঠনের উত্তম সময় বলা হয়। তাই যেই শিক্ষার্থী শিক্ষাজীবনে যত বেশি পরিশ্রম করে ভবিষ্যৎ জীবনে সেই বেশি সফলতার উচ্চশিখরে আরোহণ করতে পারবেন। শিক্ষাজীবনকে তাই কঠোর পরিশ্রম এবং সঠিক আদেশ উপদেশ মেনে চলার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।
বিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয়ের শিক্ষিকা ফখরের জাহান, সিনিয়র শিক্ষিকা বিলকিছ আক্তার, দিল আফরুজ, শিক্ষক মো. মঈনউদ্দিন, দিদারুল আলম, রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন