সীতাকুণ্ডে ব্যাংকের টাকা আত্নসাৎকারী গ্রেপ্তার

ইমরুল হক

সীতাকুণ্ডে ব্যাংকের টাকা আত্নসাৎকারী ঋণ খেলাপি ও সাজাপ্রাপ্ত আসামী ইমরুল হক (৪৯) কে সি আর ২৯৫/১৬ মামলায় গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।তিনি ফৌজদারহাট স্টেশন তুলাতুলী গ্রামের শমসের সারাং বাড়ী মুরহুম আবুল কাসেমের ছেলে।

জানা যায়,ইমরুল পুরাতন জাহাজের লোহা ব্যাবসার সুবাদে যমুনা ব্যাংক ভাটিয়ারী শাখা থেকে ঋণ নেয়।কিন্তু ঋণ নেওয়ার পর ব্যাংকের টাকা পরিশোধ না করে নিরুদ্দেশ হয়ে যান।ফলে ব্যাংক টাকা উদ্ধারে মামলা দায়ের করে।

ব্যাংকের দায়েরকৃত মামলায় ৬(ছয়) মাসের সাজা এবং ৪০ লক্ষ (চল্লিশ লক্ষ টাকা) অর্থদন্ডে দন্ডিত হয় ইমরুল হক।সর্বশেষ সীতাকুণ্ড থানা পুলিশ নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

যমুনা ব্যাংক ভাটিয়ারী শাখার ম্যানেজার শামসুূল আলম ভূইয়া বলেন,২০১৬ সালে ব্যাংকের টাকা না দিয়ে ইমরুল হক নিরুদ্দেশ হয়ে যান।এরপর আমরা মামলা দায়ের করলে, মাননীয় আদালত তাকে ছয় মাসের জেল এবং ব্যাংকের সকল দেনা পরিশোধের রায় দেন।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো: আবুল খায়ের জানান,সে একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামী।মঙ্গলবার সকালে তাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন