ভূমি সেবা নিয়ে মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। কিন্তু সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এর নানামুখী পদক্ষেপের ফলে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে সীতাকুণ্ড ভূমি অফিস একটি জনবান্ধব ভূমি অফিসে পরিণত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর সাথেই লাগোয়া ভূমি অফিস। মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম নিজ অফিস রুমের বাইরে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। তাকে ঘিরে রয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক সেবাপ্রার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিজেই প্রত্যেকের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলছেন। দিচ্ছেন সমাধান।
এরকম কয়েকজন সেবাপ্রার্থীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। প্রেমদাস নামে ভাটিয়ারীর এক জেলের সাথে কথা বলে জানা যায়, তিনি ৯ বছর ধরে ঘুরেছেন কিন্তু সমাধান পাননি। সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এর সাথে দেখা করে সমস্যার কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে প্রেমদাসকে সমস্যার সমাধান করে দেন। প্রেমদাস সহকারী কমিশনার (ভূমি) এর কথা বলতেই খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন।
আরেকজন সেবাপ্রার্থী রুপম দাস, তিনি তার বিধবা ফুফুর জীবনস্বত্বের নামজারীর জন্য দীর্ঘদিন ধরে ঘুরেফিরে ব্যর্থ হলে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে দেখা করেন। তিনি গত বুধবার সংশ্লিষ্ট সহকারীকে নামজারী সৃজনের নির্দেশ দেন। রুপম দাস জানান, ‘আমরা মাত্র ১১৫০ টাকা সরকারি ফি এর বিনিময়ে নামজারী খতিয়ান হাতে পেলাম’।
কথা হয় নিজাম উদ্দীন নামক একজন সেবা গ্রহীতার সাথে। তিনি জানান, কিছুদিন আগে আবুল কালাম নামের একজন প্রতারক নিজাম উদ্দীনের নামজারী করে দিবেন বলে সহকারী কমিশনার (ভূমি) এর নাম করে সাত হাজার টাকা নিয়েছিলেন। পরে আশরাফুল আলম জানতে পেরে সেই প্রতারককে আটক করে আমার টাকা ফেরত নিয়ে দিয়েছিলেন এবং কানুনগোকে নামজারী করার নির্দেশ দিয়েছিলেন। আজ সেই খতিয়ানটি হাতে পেলাম।
খোঁজ নিয়ে জানা যায়, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) নিজ অফিস রুমে বাইরে খোলা আকাশের নিচে এভাবেই প্রতি সপ্তাহের বুধবার গণশুনানি করেন। অফিস চত্বরে দেখা যায়, নানারকম জনসচেতনতামূলক ও জনসেবামূলক পোস্টার ঝুলছে। একজন কর্মচারী একটি স্ট্যান্ডের ওপরে মোবাইল রেখে ভূমি অফিসের ফটকের দিকে তাক করে ভিডিও করছেন। তাকে এর কারণ জিজ্ঞেস করলে জানান, ভূমি অফিসে কতজন সেবা প্রার্থী আসছেন, তারা ঠিকমতো সেবা পাচ্ছেন কি-না, কতজন দালাল আসছে, কতজন অনাকাঙ্ক্ষিত লোকজন আসছে- তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সেবা প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত সেবা নির্বিঘ্নে পাচ্ছেন কিনা তা মনিটরিং করার জন্য ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের রুমে ভিডিও ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নির্বিঘ্ন করার পাশাপাশি যারা মানবাধিকার কর্মী বা অন্য কোনও পরিচয়ে বিভিন্ন সময় কর্মচারীদের কাছে অবৈধ তদবীর, দালালি বা অনৈতিক সুবিধা দাবি করে, তাদের বিষয়গুলোও মনিটরিং করা হচ্ছে এবং এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এ পর্যন্ত আদালতের জাল আদেশ দাখিল, জাল ওয়ারিশ সনদ, জাল দলিল সৃজনের কারণে বিভিন্ন ধরনের দণ্ড প্রদান করেছেন। এছাড়া সমুদ্র হতে অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, মাটি কাটা, পুকুর ভরাট, সরকারি সম্পত্তি দখলসহ নানা কারণে অভিযুক্তদের দণ্ড দিয়েছেন।
সেবাপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন জানান, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম সীতাকুণ্ডে আসার পর থেকে পাহাড়খেকো, ভূমিখেকো, দালালরা আতংকে রয়েছে। মানুষের দোড়গোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। যেকোনও মানুষ যেকোনও সময় সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কথা বলতে পারছেন।
সেবা গ্রহীতা কলেজ শিক্ষক ইয়াকুব আলী বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সেবা ও আচরণে অত্যন্ত সন্তুষ্ট। দিন বদলের প্রকৃষ্ট উদাহরণ তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির স্বীকার না হয় সেজন্য ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা তৎপর রয়েছে। তবে আইনগত কারণে সকল মানুষকে সকল সেবা প্রদান করা সম্ভব হয় না। তারপরও আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে। আমরা পাহাড়খেকো, সরকারি ভূমিখেকো, দালাল ও প্রতারকদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।