[caption id="attachment_8361" align="aligncenter" width="730"]
ফাইল ছবি[/caption]
রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধস আর প্রবল বৃষ্টিতে আটকা পরা মানুষ উদ্ধার করতে এসে ওই পাহাড়ের মাটিপাচা পরে সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬জন। তাদের অবস্থা আশংকাজনক। দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে আহতদের অন্যত্র সরিয়ে নিতে না পারায় স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
মঙ্গলবার (১৩ জুন) রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পরে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় তা সম্ভব হয় নি। অন্যদিকে মানিকছড়ি থেকে রাঙ্গামটিতেও নেওয়া যাচ্ছে না আহতদেরকে। পরে তাদেরকে স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত