সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় জালগুলো গুলিয়াখালী সমুদ্র উপকূলে পোড়ানো হয়।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করি।
এসময় উপকূল থেকে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ করা হয়। তিনি বলেন, জাতীয় সম্পদ ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শীতে রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারেন, সে জন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থান নিয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত