থাকবে ফুল, ভাসবে সাম্পান,ধরবে মাছ, উড়বে ঘুড়ি, হাসবে শিশু ; উদ্বোধন আজ

উদ্ধারকৃত সীতাকুণ্ডের ডিসিপার্কের ১৯৪ একর খাস জমিতে চট্টগ্রাম
ফ্লাওয়ার ফেস্ট-২০২৩ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন।

থাকবে ফুল, ভাসবে সাম্পান,ধরবে মাছ, উড়বে ঘুড়ি, হাসবে শিশু। কবিতার ছন্দ নয় বাস্তবে এই চিত্র দেখা যাবে আজ চট্টগ্রামের ডিসিপার্কে। উদ্ধারকৃত সীতাকুণ্ডের ডিসিপার্কের ১৯৪ একর খাস জমিতে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট-২০২৩ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন।

১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফৌজদারহাট বন্দর সংযোগ সড়ক মেরিন ড্রাইভ সংলগ্ন
ডিসি পার্কে প্রথমবারের মতো হবে এ ফ্লাওয়ার ফেস্ট। শতাধিক বাহারি ফুল, বৃক্ষ, লতা-গুল্যের অপার সৌন্দর্যের ভিড়ে মূল আকর্ষণ থাকবে এখানকার মাটিতে প্রথমবারের মত ফোটা টিউলিপ ফুল। এছাড়া থাকবে কায়াকিং, ঘুড়ি উৎসব বড়শি দিয়ে মাছ ধরার সুব্যবস্থা এবং শিশুদের জন্য কিডস জোন।

গত বুধবার বেলা সাড়ে ১২ টায় এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের সন্নিকট বিগত ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মাদক, অপরাধ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে সরকারের ১৯৪.১৩ একর জায়গা উদ্ধার করা হয় যার বাজার মূল্য
অন্তত এক হাজার কোটি টাকা। বাংলাদেশের প্রায় সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদটি
পরিবেশন করা হয় যার ফলশ্রুতিতে দেশবাসী এই উচ্ছেদ অভিযানের খবর জানতে পেরেছে এবং বিভিন্ন মহল শাসন, চট্টগ্রামের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। সাংবাদিকবৃন্দদের উদ্দেশ্যে বলেন, ‘ফুলের মতন আপনি ফুটাও গান প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে প্রথমবারের মত চট্টগ্রামে ফুল উৎসব শুরু হতে যাচ্ছে। এই উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত। আমাদের ফুল উৎসব নারী-পুরুষ, শিশু-কিশোর, যুদ্ধ-বৃদ্ধ সকল বয়সী ও শ্রেণির পেশার মানুষের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সাজানো হয়েছে। দেশি-বিদেশী শতাধিক প্রজাতির কয়েক লক্ষ ফুলের গাছ এখানে শোভা পাবে। এছাড়াও চট্টগ্রামে প্রথমবারের মত নিজেদের রোপন করা বাহারী টিউলিপ ফুল থাকবে দর্শনার্থীদের জন্য। নানান বংশের, নানান জাতের ফুলের পাশাপাশি এখানে কায়াকিং এর ব্যবস্থা থাকবে, থাকবে সাম্পান এর ব্যবস্থা, শিশুদের জন্য কিডস জোন, থাকবে মুক্ত আকাশে ঘুড়ি উড়ানোর ব্যবস্থা। ফুল উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে কৃতির দৃষ্টিনন্দন দুই দিঘির মাঝখানে নির্মান করা হয়েছে রাস্তা, দর্শনার্থীদের যাতায়াতের অনুষ্ঠান স্থলের রাস্তাকে নতুন সাজে সাজানো হয়েছে, রংতুলির আচড়ে নতুন রূপ দেওয়া হয়েছে অনুষ্ঠান প্রাঙ্গণকে। অনুষ্ঠানস্থলের পাশেই বিনামূল্যে পার্কিং এরও সুব্যবস্থা থাকবে। সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যাপ্ত সংখ্যক
নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেচ্ছাসেবক টিমও দায়িত্ব পালন করবে। তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য একটি মেডিকেল টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। প্রতিবন্ধী শিশু-কিশোর ও এতিমদের ঘিরে থাকবে বিশেষ আয়োজন। ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং বয়োবৃদ্ধদের জন্যও থাকবে আমাদের বিশেষ ব্যবস্থা।
অনুষ্ঠানটি সকলের জন্য বিনামূল্যে উম্মুক্ত থাকবে।
প্রিয় সাংবাদিকবৃন্দ, পাহাড় সমুদ্রে ঘেরা অনন্য অসাধারণ চট্টগ্রামকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে আমরা বদ্ধ পরিকর। একদিকে সমুদ্র অন্যদিকে মেরিন ড্রাইভ ঘিরে সরকারের এই ১৯৪ একর জায়গাকে নিয়ে
মহাপরিকল্পনা করে দেশবাসিকে আমরা একটি নান্দনিক আকর্ষণীয় পর্যটন স্পট উপহার দিতে চাই। সর্বোপরি,
আমাদের এই আয়োজন চট্টগ্রামের মানুষকে মেধা, মনন ও সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়তা করবে বলে
প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর ও মানবিক বাংলাদেশের স্বপ্নের
অগ্রযাত্রায় জেলা প্রশাসন, চট্টগ্রাম সবসময়ের মতই দৃঢ় সংকল্প ব্যক্ত করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমসহ জেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন