প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন ; দীর্ঘ প্রভাত ফেরি, ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার

মঙ্গলবার( ২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সীতাকু- বয়েজ স্কুল মাঠ হতে প্রভাত-ফেরী শুরু হয়ে সীতাকুণ্ড শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি- বেসরকারি বিভিন্ন অধিপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সংগঠনের সদস্যদের ঢল নামে। শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।
এর আগে একুশের প্রথম প্রহরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত ১২ টা ১ মিনিটে সীতাকু- শহিদ মিনারে সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আনুষ্ঠানিকতা।
এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ,সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল আলম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুল্লাহ, র্উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তাহামিনা আরজু, , উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার স্বর্ণা, সমবায কর্মকর্তা শহীদ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো.আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, প্রশাসনিক কর্মকর্তা অনিল বড়ুয়া।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত