সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রেনে কাঁটা পড়ে সালাউদ্দিন (৫৫) নামে নৈশ প্রহরী নিহত হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন সীমা স্টিল নামক একটি রড তৈরি কারখানার নাইট গার্ড ছিল বলে জানা গেছে। তিনি ফৌজদারহাট এলাকায় মৃত লেদুর পুত্র।
জানা যায়, কারখানা থেকে রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরছিলেন নৈশ প্রহরী সালাউদ্দিন। রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় অতিক্রমকালে ট্রেনে কাঁটা পড়ে। এসময় তিনি ঘটনাস্থে নিহত হয়।
এই বিষয়ে ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই হাসান আলী বলেন, ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেনে সালাউদ্দিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি এলাকাবাসী নিয়ে গেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত